এনসিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার কেনার ঘোষণা


প্রকাশিত: ১১:১৫ এএম, ১৪ জুন ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংকের এক উদ্যোক্তা পরিচালক ব্যাংকের শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ৩০ কার্যদিবসের মধ্যে তিনি শেয়ার ক্রয় করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি) লিমিটেডের উদ্যোক্তা পরিচালক খন্দকার জাকারিয়া মাহমুদ ১ লাখ ৩০ হাজার শেয়ার বাজারদরে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ক্রয় করবেন। এর আগে চলতি জুন মাসে দুই দফায় ২ লাখ ৫৫ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন ব্যাংকের এই উদ্যোক্তা পরিচালক। এ নিয়ে তৃতীয় দফায় তিনি ব্যাংকটির শেয়ার ক্রয়ের ঘোষণা দিলেন। রোববার সর্বশেষ এনসিসি ব্যাংকের শেয়ারের লেনদেন হয় ৯ টাকা ৮০ পয়সায়।

উল্লেখ্য, গত এক বছরে ব্যাংকটির শেয়ার মূল্য ৮ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে।

এসআই/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।