ভোলায় ডাকাতের হামলায় একই পরিবারের ৪ জন আহত


প্রকাশিত: ১০:০১ এএম, ১৪ জুন ২০১৫

ভোলার সদর উপজেলায় ডাকাতের হামলায় একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার দিবাগত রাত ২টার দিকে বাপ্তা ইউনিয়নের চেউয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আনিস পাটওয়ারী (৫০), শিল্পী (৪২), ফাহাদ (১৮) এবং ফাহিম (৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ২টার দিকে ডাকাতের এক সংঘবদ্ধ দল আনিস পাটওয়ারীর বাড়িতে দেশি অস্ত্র ও পিস্তল নিয়ে হামলা চালায়। এসময় ডাকাতরা ওই পরিবারের সকলকে জিম্মি করে ফেলে। পরে পাটওয়ারীর ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার করলে ডাকাতরা গুলিবর্ষণ করে। এ সময় শিল্পী নামের একজনের চোখে গুলি লাগে। পরে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ভোলা সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অমিতাভ অপু/এআরএ/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।