হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শোক
একুশে পদকজয়ী বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আসম ফিরোজ।
শোক বাণীতে স্পিকার বলেন, হাবিবুর রহমান মিলনের প্রজ্ঞা ও কর্মনিষ্ঠা তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। ডেপুটি স্পিকার বলেন, তিনি ছিলেন একজন কর্মনিষ্ঠ সাংবাদিক । তার মৃত্যু দেশের এক অপূরণীয় ক্ষতি।
প্রধান হুইপ বলেন, হাবিবুর রহমান মিলনের মৃত্যুতে বাংলাদেশ একজন প্রজ্ঞাবান সাংবাদিককে হারালো। তার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার নয়। তারা সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৮ বছর বয়সী এই সাংবাদিকের মৃত্যু হয়।
এইচএ/এএইচ/এমএস