১৩ দিনে দেশে ফিরেছেন ৫৫ হাজার হাজি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৭

পবিত্র হজ পালন শেষে গত ১৩ দিনে সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন ৫৫ হাজার ১৪৬ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭০টি ও সৌদি এয়ারলাইন্সের ৮০টিসহ মোট ১৫০টি ফ্লাইটে দেশে ফিরে আসেন তারা।

গত ৬ সেপ্টেম্বর থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। ধর্ম মন্ত্রণালয় থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, গতকাল মঙ্গলবার রাতে কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হজ অফিসের একটি প্রতিনিধিদল মোয়াচ্ছাছার আইটি প্রধান ও বাংলাদেশ বিষয়ক প্রধান সমন্বয়কারী ওমর সিরাজ আকবরের সঙ্গে জরুরি সভা করেছেন। এতে হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় ।

চলতি বছর বাংলাদেশ থেকে (ব্যবস্থাপনা ভিসাসহ) মোট ১ লাখ ২৭ হাজার ৫৯৬টি ভিসা ইস্যু হয়। এবার হজে গিয়ে মোট ১৩১ জন হজযাত্রী ও হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১০৩ জন ও নারী ২৮ জন। তাদের মধ্যে মক্কায় ১০০ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ১ জন ও মিনায় ১৬ জন মারা যান।

সর্বশেষ মঙ্গলবার কুমিল্লার মো. ওবায়দুল হক (৬১) নামে এক হাজি মক্কায় মৃত্যবরণ করেন। তাঁর পাসপোর্ট নম্বর ছিল বিকে ০৩৪৯৬৫৯।

এমইউ/এসআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।