১০ টাকায় চাল বিক্রি স্থগিত, উপজেলা পর্যায়ে ওএমএস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

 খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রির প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। তবে খোলাবাজারের (ওএমএসের) মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম উপজেলা পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিক, ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল রাজ্জাক উপস্থিত ছিলেন।

২০ সেপ্টেম্বর থেকে সারাদেশে খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। এ কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার কথা ছিল।

অন্যদিকে গত রোববার থেকে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। বুধবার থেকে উপজেলা পর্যায়েও ওএমএসের মাধ্যমে চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।

আরএমএম/এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।