অবিলম্বে বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বাস্তবায়নের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৭

নিয়োগ বিধি প্রণয়ন করে অবিলম্বে বেকার ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বাস্তবায়নের দাবি জানিয়েছে স্বাধীনতা বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এ দাবি জানান।

মানববন্ধনে তারা বলেন, গত ৯ বছর যাবত ডিপ্লোমা ফার্মাসিস্টদের নিয়োগ বন্ধ থাকায় আমরা হতাশ হয়ে পড়েছি। আমাদের নিয়োগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। সেই সঙ্গে ডিপ্লোমা ফার্মাসিস্টদের দীর্ঘ দিনের ন্যায্য দাবি উচ্চশিক্ষা ও ১০ গ্রেড বাস্তবায়ন করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক আফরোজ আলীর সভাপতিত্বে মানববন্ধনে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রাশেদুল ইসলাম, সদস্য অনন্ত কিশোর, নুর নবী, হেদায়েতুল ইসলাম শিবলি প্রমুখ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।