নামাজ শেখার অ্যাপ


প্রকাশিত: ০৩:৫২ এএম, ১৪ জুন ২০১৫

প্রত্যেক মুসলমানের জন্য দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। অনেকেই নামাজ পড়ে কিন্তু যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে না। নামাজ যথাযথভাবে পড়ার জন্য নামাজ শিখতে হয়, নামাজের সূরা-কেরাত শিখতে হয়।

সঠিকভাবে নামাজ শেখার জন্য গুগলের প্লে স্টোরে রয়েছে ‘পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা’ নামে একটি অ্যাপ। অ্যাপটি নামাজের নিয়ম, নিয়ত, সূরা শেখাতে বেশ কাজে দিবে।



এক নজরে অ্যাপটির ফিচারগুলো :
১. পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী।
২. নামাজের ফরজগুলো।
৩. অজুর নিয়মাবলী।
৪. নামাজে সময় পড়তে হয় এমন দোয়াগুলোর আরবী উচ্চারণসহ বাংলায় অর্থ দেওয়া আছে। ফলে আরবী না জানলেও বাংলা অর্থ বোঝা যাবে।
৫. বিভিন্ন নামাজের বর্ণনা এবং নামাজ পড়ার নিয়ামাবলী।

বিনামূল্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এই ঠিকানা থেকে https://goo.gl/h2bWxx.

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।