অবকাশকালীন ছুটি শেষ : সুপ্রিম কোর্ট খুলছে আজ


প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৪ জুন ২০১৫

অবকাশকালীন ছুটি শেষে আজ থেকে আবারো শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচার কাজ। ১ জুন থেকে শুরু হওয়া এই ছুটি চলে ১৩ জুন শনিবার পর্যন্ত। তবে ছুটির মধ্যেও জরুরি বিষয়ে করা রিটসহ দেওয়ানি ও ফৌজদারি আবেদন নিষ্পত্তির জন্য অবকাশকালীন বিশেষ বেঞ্চ চালু ছিল।

চলতি সপ্তাহে সর্বোচ্চ আদালতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তির জন্য দিন ধার্য রয়েছে। এর মধ্যে রয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিলের রায় ঘোষণা।

এ ছাড়া হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো, গ্যাটকো বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত পৃথক দুর্নীতি মামলা বাতিলের বিষয়ে করা আবেদন শুনানি ও আদেশের জন্য ধার্য রয়েছে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।