মিয়ানমার থেকে এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে গতকাল (রোববার) আমাদের বৈঠক হয়েছিল। এক লাখ টন আতপ চাল মিয়ানমার থেকে আনার সিদ্ধান্ত হয়েছে। প্রতি টনের দর ঠিক হয়েছে ৪৪২ ডলার।’

কামরুল ইসলাম বলেন, ‘গতকাল (রোববার) থেকে ওএমএস (চাল বিক্রি) চালু হয়েছে। আজও ওএমএস চলছে। প্রথম দিনের ওএমএসের বিকিকিনি যা ছিল আজ তা থেকে একটু বেড়েছে। প্রত্যেকটি ট্রাকের সামনেই গতকাল থেকে আমরা বেশি ভিড় লক্ষ্য করছি। আমরা আশা করছি ওএমএসের প্রসার আরও বাড়বে।’

তিনি বলেন, ‘কুষ্টিয়া, বগুড়ায় বিভিন্ন মিলে অভিযানের ফলশ্রুতিতে এবং ওএমএস চালুর কারণে আমরা লক্ষ্য করছি আজকে চালের দরটা একটু নিম্নমুখী।’

মিয়ানমারের চাল কবে নাগাদ আসবে, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘চুক্তিটা মাত্র হলো। তারপর সেটা প্রথম যাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, এরপর যাবে ইকোনমিক অ্যাফেয়ার (অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি) কমিটিতে, এরপর যাবে পারচেজ কমিটিতে (সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি)। সেখানে পাস হলে এলসি ওপেন করব। এলসি ওপেন করার পর আমাদের চাল আসবে। প্রসেসগুলো শেষ হতে দেন।’

মঙ্গলবার দুপুর ১২টায় মিল মালিক, চাল আমদানিকারক, চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হবে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘সেই বৈঠকে বাণিজ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী উপস্থিত থাকবেন। বৈঠকে বর্তমান পরিস্থতি নিয়ে আমরা তাদের সঙ্গে মতবিনিময় করব।’

খাদ্যমন্ত্রী সাংবাদিকদের আর কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হননি।

আরএমএম/এসএইচএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।