নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত


প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৩ জুন ২০১৫
ফাইল ছবি

দেশের সব নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী বাংলাদেশের উত্তর-মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা এই বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।

সুনামগঞ্জ, বগুড়া, সিলেট ও গাইবান্ধা জেলার কিছু জায়গায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। শনিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার ঘাঘট বিপদসীমার এক সেন্টিমিটার, সারিয়াকান্দিতে যমুনা ৪ সেন্টিমিটার, সুন্দরগঞ্জের সুরমা ৩৫ সেন্টিমিটার এবং সারিঘাটে সারিগোয়াইন ২৪ সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৪টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৯টি স্থানে পানি বৃদ্ধি, ২৪টি স্থানে পানি হ্রাস, ৪টি স্থানে পানির উচ্চতা অপরিবর্তিত রয়েছে। ৭টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ৪টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসএইচএস/আরআই/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।