ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের নির্দেশ


প্রকাশিত: ০৯:২৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

ঈদের আগেই তোবা গ্রুপের পাঁচ কারখানাসহ দেশের সব তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। রোববার সচিবালয়ে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনার কথা জানান তিনি।
 
এর আগে ২৫ সেপ্টেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে রোববার দুপুরে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি’র পক্ষ থেকে একটি স্মারকলিপি  প্রতিমন্ত্রীর হাতে দেওয়া হয়।
 
স্মারকলিপি দেওয়ার পর সংগ্রাম কমিটির আহবায়ক মোশরেফা মিশুর নেতৃত্বে শ্রমিক নেতারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।
 
বৈঠকে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগেই আগামী ২১ সেপ্টেম্বর তোবাসহ তৈরি পোশাক শিল্প মালিকদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা নিতে বৈঠক করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।