বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো বকশীগঞ্জের সোনিয়া


প্রকাশিত: ০৮:৫২ এএম, ১৩ জুন ২০১৫

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে সোনিয়া আক্তার (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রী। সে ওই উপজেলার বাট্টাজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। সোনিয়া উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ পলাশতলা গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সোনিয়া আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া গ্রামের ছাহের উদ্দিনের ছেলে সোহেল রানার (২২) বিয়ের দিন ধার্য্য হয়। ওইদিন রাতে বিয়ের আয়োজন চলাকালে খবর পেয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে দু`পক্ষের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

বকশীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৫ দিনে এলাকায় অন্তত ৬টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। আর এটি বন্ধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুভ্র মেহেদী/এআরএ/এমএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।