আরও দুই রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

আরও দুই রাজনৈতিক দলের সঙ্গে আগামীকাল রোববার বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। এদিন সকাল ১১টায় ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বিকেল ৩টায় বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে বৈঠক হবে। এর আগে ১০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছে নির্বাচন কমিশন।

রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনাররাও উপস্থিত থাকবেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এরই ধারাবাহিকতায় এ বৈঠক।

গত ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে ইসি। এছাড়া ২৪ আগস্ট থেকে দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু হয়েছে।

এইচএস/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।