বৃষ্টিতে আবারো খেলা বন্ধ
চতুর্থ দিনের প্রথম সেশনে ভাল লড়াই করছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎই ছন্দপতন হয় টাইগারদের। রবিচন্দ্রন অশ্বিনের বলে লেগস্লিপে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে হরভজন সিংয়ের বল তুলে খেলতে গিয়ে যাদবের হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন মমিনুল।
আলোস্বল্পতা ও বৈরী আবহাওয়ার কারণে দশ মিনিট আগেই মধ্যাহ্ন বিরতিতে যায় ক্রিকেটাররা। এরপর বৃষ্টির কারণে খেলা এখনও বন্ধ আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১১ রান।
শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিঘ্ন হয়েছে। সকালে ১২.৪ ওভার খেলা হবার পর বৃষ্টি নামে। ১৩ মিনিট খেলা বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হয়েছে। দেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে ৭ রানের প্রয়োজন ছিল তামিমের। রবিচন্দ্রন অশ্বিনের বলে স্টাম্পিং হবার আগে ১৯ রান করেন এই টাইগার ব্যাটসম্যান।
রবিচন্দ্রন অশ্বিনের বলে একটু এগিয়ে ড্রাইভ করতে গিয়ে মিস করেন। এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়ে তাকে স্টাম্পিং করেন ঋদ্ধিমান সাহা।
এর আগে খেলা শুরুর আগেই ইনিংস ঘোষণা করে ভারত। চতুর্থ দিন সকালে বৃষ্টিবিঘ্নিত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে আর ব্যাটিংয়ে নামেনি বিরাট কোহলিরা। আগের দিনের ৬ উইকেটে ৪৬২ করা রানেই ইনিংস ঘোষণা করে ভারত।
প্রথম দিন বৃষ্টির কারণে খেলা হয়েছিল মাত্র ৫৬ ওভার। দ্বিতীয় দিন কোনো বলই মাঠে গড়ায়নি। আর তৃতীয় দিন মাঠে খেলা হয় মাত্র ৪৭.৩ ওভার। এদিন শিখর ধাওয়ান ১৭৩ ও মুরালি বিজয় ১৫০ এবং আজিঙ্কা রাহানের ৯৮ রানে ৬ উইকেটে ৪৬২ রান করে ভারত।
আরটি/এমআর/এমএস/এসআরজে