সতর্কবার্তা পেলো মাশরাফি!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৩ জুন ২০১৫

বিসিবির নির্দেশ অমান্য করে সংবাদমাধ্যমে কলাম লিখে বিপাকে পড়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি। এ জন্য তাকে সতর্ক করে চিঠি দিতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের জন্য অনেক নিয়মকানুনই কঠিন করেছে। ম্যাচ চলাকালীন জাতীয় দলের খেলোয়াড়রা কী করতে পারবেন, কী করতে পারবেন না, সেটা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগে। তাতে স্পষ্ট বলে দেয়া আছে, ম্যাচ চলাকালীন কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে কলাম লিখতে পারবেন না।

কিন্তু টাইগার অধিনায়ক মাশরাফি বোর্ডের সে নির্দেশ অমান্য করেছেন। ফতুল্লায় ভারতের সঙ্গে টেস্ট চলছে, আর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হচ্ছে মাশরাফির কলাম। বিষয়টি সহজভাবে নেয়নি বিসিবি’র কর্তারা। মাশরাফিকে এ ব্যাপারে চিঠি দিয়ে সতর্ক করা হচ্ছে বলে বোর্ডের দায়িত্বশীল একটি সূত্রের বরাতে খবর প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, কয়েকদিন আগে অনুমতি না নিয়ে সেলিব্রেটি ক্রিকেট লিগে খেলে বোর্ডের কারণ দর্শানোর চিঠি পেয়েছেন ওয়ানডে দলের সদস্য সাব্বির রহমান।

এমআর/এমএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।