কয়েকবার বাংলাদেশে এসেছিলেন জঙ্গি বোরহান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫:৫২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গের খাগড়াগড় বিস্ফোরণ মামলার অভিযুক্ত ও তিন বছর ধরে পালিয়ে থাকা সন্দেহভাজন জেএমবি সদস্য বোরহান বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিয়ালদহ স্টেশনের কাছে বিপিনবিহারী গাঙ্গুলী স্ট্রিট থেকে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেফতার করে।

এরপরই গোয়েন্দারা তাকে জিজ্ঞাসাবাদ করলে বাংলাদেশে আসার এ তথ্য তিনি জানান। মূলত সেই সূত্র ধরেই ভারতীয় গোয়েন্দারা এখন তারা বাংলাদেশের গতিবিধি জানতে তৎপর হয়েছে। কলকাতা টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

এমনকি বাংলাদেশে এসে বোরহান কার আশ্রয়ে ছিলেন সে বিষয়েও প্রশ্ন উঠেছে সেখানে।

গোয়েন্দারা ধারণা করছেন, বোরহানের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে জেএমবির আত্মগোপনকারী নেতাদের সম্পর্কে সূত্র মিলতে পারে।

শুক্রবার গ্রেফতারের পর শনিবার বোরহানকে নগর দায়রা আদালতে তোলা হয়। আদালতের নির্দেশে এনআইএ বোরহানকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিজেদের হেফাজতে রাখবে। বোরহানের পক্ষে কোনো আইনজীবী সওয়াল করতে রাজি হননি। আসামির আইনজীবী লাগবে কি না জানতে চান বিচারক। তখন বোরহান বলেন, হ্যাঁ আইনজীবী চাই। এরপর আদালত নির্দেশ দেয়, বোরহানের জন্য সরকারি আইনজীবী নিয়োগ করতে হবে।

বোরহানকে জেরা করে এনআইএ গোয়েন্দারা এখন জানতে চাইছেন ভারত-বাংলাদেশে ছড়িয়ে থাকা জঙ্গি চক্রের তথ্য।

সূত্র: কলকাতাটুয়েন্টিফোর।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।