পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার নিহত


প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৩ জুন ২০১৫
প্রতীকী ছবি

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফরিদপুরের কানাইপুরে ডাকাত সর্দার মো. সেলিম শেখ (৩৫) ওরফে সেলিম ডাকাত মারা গেছেন। শুক্রবার রাত তিনটার দিকে কানাইপুরের লক্ষ্মীপুর ইটভাটার পাশে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. জামিল হাসান জানান, ডাকাত সর্দার মো. সেলিম শেখের বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী, সদর, ভাঙ্গাসহ মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।

পুলিশ জানায়, ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত সর্দার সেলিম মারা যায়। এ সময় পুলিশের এসআই সাঈফুল ইসলাম আহত হন।

মধুখালী থানার ওসি রুহুল আমীন জানান, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েক বছর আগেই এলাকাবাসী সেলিম ডাকাতের পরিবারকে উৎখাত করে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।