বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছে র্যাব
বঙ্গবন্ধু জাতীয় পুরস্কার পাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। বন্যপ্রাণী সংরক্ষণে অসামান্য দায়িত্ব পালন করায় র্যাবকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
জানা গেছে, বিগত তিন বছরে এ বাহিনীর সদস্যরা তীক্ষ্ণ নজরদারি ও পরিশ্রমের মাধ্যমে দেশের সম্পদ রক্ষা করতে সক্ষম হন। এভাবে সুন্দরবন ও বিভিন্ন সীমান্ত থেকে পাচার হওয়া তিনটি বাঘের বাচ্চা, দুর্লভ পাখি, কচ্ছপসহ প্রায় ১০ কোটি টাকা মূল্যের বন্যপ্রাণী ও পাখি উদ্ধার করেন তারা। এর মধ্যে অন্যতম ঘটনা ২০১২ সালে সুন্দরবন থেকে বিদেশে পাচার হওয়ার সময় তিনটি বাঘশাবক উদ্ধার।
পুরস্কারের জন্য সরকার ১ জুন গেজেটের মাধ্যমে ২০১৫ সালের এ পদকের বিষয়টি প্রকাশ করে। র্যা বকে মনোনয়ন দিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। রোববার এ পদক দেওয়া হবে।
এএইচ/এমএস