প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন আজ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪৫ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন। এ সফরে তিনি এক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগদান ও কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি নগরের উপকণ্ঠ হরিয়ান সুগার মিল মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

আজ শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবীস সহকারি পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদানের পর প্রধানমন্ত্রী ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।

১৬ প্রকল্পের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে সরব স্থানীয় আওয়ামী লীগ। রাজশাহীতে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় শীর্ষ নেতারা। দফায় দফায় প্রস্তুতি বৈঠক করছেন তারা। চলছে মাইকিংসহ প্রচার মিছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের অবস্থান জানান দিতে উঠে পড়ে লেগেছেন স্থানীয় নেতারাও।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।