মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন আরও ৩ বীরাঙ্গনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্যাতিত আরও তিন বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। এ বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট জারি করেছে সরকার।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৪৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বীরাঙ্গনারা এ স্বীকৃতি পেলেন। এ নিয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হল ১৮৮ জন।

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনাদের মধ্যে রয়েছেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জের মনোয়ারা বেগম, সিরাজগঞ্জের কোবদাসপাড়ার মোছা. ভানু খাতুন ও জামালপুরের ইসলামপুরের কুলকান্দির মোছা. সায়েবানী জামাল।

এ বীরাঙ্গনারা প্রতি মাসে ভাতাসহ মুক্তিযোদ্ধাদের মত অন্য সব সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন।

জানা গেছে, ৪০০-৫০০ জনের বীরাঙ্গনার একটি তালিকা রয়েছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কাছে। যাচাই-বাছাই করে এদের মুক্তিযোদ্ধার তালিকায় আনা হচ্ছে।

আরএমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।