এক নজরে রোহিঙ্গা নির্যাতনের সব খবর

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৩২ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭

মিয়ানমার সেনাবাহিনীর তাণ্ডবে রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসেছে প্রায় ৩ লাখ ৭০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে নারী এবং শিশুর সংখ্যাই বেশি। রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবিরসহ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর নিপীড়নে এখন পর্যন্ত ৩ হাজার রোহিঙ্গা মারা গেছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা, ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। রোহিঙ্গা সঙ্কট সমাধানে আলোচনা করতে আজ (বুধবার) থেকে এক জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এছাড়া বিভিন্ন দেশ রোহিঙ্গা নিপীড়নের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসহ আরও কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন। এসময় শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। প্রধানমন্ত্রী এই সময় ঘোষণা দেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গা সঙ্কটে শান্তিপূর্ণ সমাধান না হয় ততদিন রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দেবে বাংলাদেশ। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের নিপীড়ন বন্ধ এবং তাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশে এসেছে তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা

সু চিকে ‘নিষ্ঠুর’ নারী বললেন খোমেনি

বাকরুদ্ধ প্রধানমন্ত্রীর চোখ ভিজল জলে

জাতিসংঘের অধিবেশনে না যাওয়ার কারণ জানালেন সু চি

মিয়ানমারকে কড়া জবাব দেয়া হবে : আল-কায়েদা

দাদির নাকফুলে নৌকা পার

জ্বলছে রোহিঙ্গা পারাপারের নৌকাও

ফের বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন হাসিনা

তবুও আসতে চায়!

ওপারে ঘরহারা, এপারে স্বামীহারা

ওরা নিষ্ঠুর, বর্বর

পুরোপুরি পরিবার বিচ্ছিন্ন ১ হাজার ১২৮ রোহিঙ্গা শিশু

রোহিঙ্গা কান্নায় কাঁদছেন সাংবাদিকরাও

এখন আমরা কোথায় যাবো

বাবার পোড়া মরদেহ, এখনও আঁতকে ওঠে শিশু তাকের

‘এক কোপে মায়ের গলা কাটল’

ধর্ষকের হাত কামড়ে পালাই

অামার তো দেশ নাই

এক টুকরো পলিথিনই এখন সোনার হরিণ

গুলি আর জবাই করে রোহিঙ্গাদের মারছে সেনারা

সীমান্তে ল্যান্ডমাইন পুঁতে রেখেছে মিয়ানমার

‘গোসলে গিয়ে রক্তে গোসল করলেন শাশুড়ি’

৯০ ভাগ রোহিঙ্গা নারী ধর্ষণের শিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

যেখানে মলমূত্র ত্যাগ, সেই পানিতেই রান্না

নো-ম্যানস ল্যান্ডে শতাধিক শিশুর জন্ম

চাকমাদের নাগরিকত্বে হ্যাঁ, রোহিঙ্গা আশ্রয়ে না ভারতের

রাখাইনে সহিংসতায় ৮৬ হিন্দু নিহত

রোহিঙ্গা ইস্যুতে ফের সংকটে মোদি সরকার

‘সু চি প্রতারক, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ডার্লিং’

গুলিবিদ্ধ ক্ষত নিয়ে ১৫ দিন ছুটেছে নুরজাহান

সাংবাদিকদের সামনেই রোহিঙ্গা গ্রামে আগুন দেয়া হয়

বাবার পোড়া মরদেহ, এখনও আঁতকে ওঠে শিশু তাকের

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।