পল্লবীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১২ জুন ২০১৫
প্রতীকী ছবি

রাজধানীর পল্লবীতে যৌতুকের দাবিতে মিতু আক্তার (২৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোর ৪টায় পল্লবীর প্যারিস রোডের টিটু মিয়ার টিনশেড এ ঘটনা ঘটে। পরে বস্তিতে বস্তাবন্দি অবস্থায় মিতুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মিতুর স্বামী সবুজ মিয়া (৩০) পলাতক রয়েছেন। সবুজ বরিশাল জেলার নবগ্রামের মো. আবু কালামের ছেলে।

নিহতের চাচা মো. নিজাম গাজী জানান, যৌতুকের টাকা দাবিতে সবুজ মিয়া প্রায়ই মিতুকে মারধর করতো। তাদের ছয় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পল্লবী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বাতেন ফকির জাগো নিউজকে বলেন, পারিবারিক কলহের জের ধরে সবুজ তার স্ত্রী মিতুকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মরদেহ বস্তাবন্দী করে বস্তির সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পুলিশ মরদেহ দুপুর ১২টায় ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে (সংশোধনী) একটি মামলা(মামলা নং ৪৪) দায়ের করা হয়েছে।  

জেইউ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।