ঘুরে এলাম বিছানাকান্দি


প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৪

ইদানিং ফেসবুকে সিলেটের রাতারগুল, বিছানাকান্দির অনেক ছবি দেখি। মনে মনে ভাবি ছবিতে কতই সুন্দর লাগে, ঘুরে আসলে কতই না মজা হবে।

অফিসের সহকর্মী মামুন ভাইও ঘুরে এলো এরই মধ্যে, তার কাছ থেকে শুধু গল্প শুনতাম। বন্ধুদের ফোন দিলাম। সব চাকুরি নিয়ে ব্যস্ত। এরই মধ্যে মামুন ভাই বলছিল, এই মৌসুমেই ঘুরে আসতে। তা না হলে এর আসল সৌন্দর্য দেখা যাবে না। কারণ বর্ষা মৌসুমেই এর আসল সৌন্দর্য অবলোকন করা যায়।

কি করব বুঝতে পারছিলাম না। ফেবুতেও অনেককে নক করলাম, সবাই ব্যস্ত। শেষে একটা স্ট্যাটাস দিলাম, কেউ কি বিছানাকান্দি যাচ্ছেন নাকি আজকালের ভিতরে? খুব কাছের একছোট ভাই তার দলবল নিয়ে যাচ্ছে বলে সাড়া দিলো। আমিও রাজি হয়ে গেলাম।

আমাদের ট্রিপ শুরু হলো ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ২০১৪ রাতে ট্রেনে, যাত্রা সঙ্গী পেলাম রবিউল, সাঈদ, আরাফাত, জুবির, ঈমন, রায়হান আর ফয়সাল। সারারাত ট্রেনে হৈ-হুল্লোড় করে কাটিয়েদিলাম। প্ল্যান ছিল নৌকা করে ৩টি জায়গা দেখবো। বিছনাকান্দি, লক্ষণছরা এবং পাংথুমাই ঝরণা।

পরদিন (৫ অক্টোবর) সকাল ৫.৩০ এ পৌছালাম সিলেট শহরে। সকালে খাওয়া দাওয়া করে রওনা হলাম হাদারপাড় বাজারের উদ্দেশ্যে। আম্বরখানা থেকে সিএনজি পাওয়া যায়। রাস্তাটি সিলেট এয়ারপোর্টের পাশ দিয়ে চলা। দেড়ঘণ্টার মতো সময় লাগলো হাদারপাড় পৌঁছাতে। তারপর নৌকা ভাড়া করে বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা দিলাম।

দূর থেকে দেখলে মনে হয় আকাশ আর মেঘের সাথে পাহাড়ের দলগুলো মিশে আছে। যতোই কাছে যাই পাহাড়গুলোর ততোই আকাশ থেকে যেন দূরে যেতে থাকে। আর পাহাড়ের গায়ে বেপরোয়া সাদা মেঘের দলগুলো যেন আঠার মতো লেগে থাকে।

বিছানাকান্দির এখানে-ওখানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। মনে হল, একটি পাথরের বিছানা। এ এক অপূর্ব সৌন্দর্য, সারারাত না ঘুমিয়ে এই সৌন্দর্য দেখে নিমিষেই ক্লান্তি দূর হয়ে যাবে। মেঘালয় রাজ্যের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে পা ফেলে মনে হচ্ছিল পৃথিবীর সবশান্তি এখানে। শুনেছিলাম শুকনো মৌসুমে বিছানাকান্দির আসল সৌন্দর্য চোখে পড়ে না। বর্ষাকালে পানির ঢল জায়গাটিকে মায়াময় বানিয়ে তোলে।

বিছনাকান্দির প্রান্তরে আসা ভ্রমণপিপাসুদের মন অবশ্যই শান্তির পরশ দিবে। স্বচ্ছ শীতল পানির তলদেশে পাথরের পাশাপাশি নিজের শরীরের লোমও দেখা যাবে স্পষ্ট। দীর্ঘ সময় জলপাথরের বিছানায় শুয়ে বসে ছবি তুলতে তুলতে আর গোসল করতে হয়তো সময়ের হিসেব হারিয়ে ফেলবেন। বিছনাকান্দির সৌন্দর্য অসাধারণ।

প্রকৃতির আপন লীলাখেলায় মেতে আছে অপার সৌন্দর্যের জলপাথড়ের ভূমি বিছনাকান্দি! দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শুধু পাথর আর পাহাড়। অবসর পেলে ঘুরে আসুন এখনই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।