বাতিল হচ্ছে সকল ফেরি ঘাটের ইজারা


প্রকাশিত: ০২:১৯ পিএম, ১১ জুন ২০১৫

আগামী ১ জুলাই থেকে সারা দেশের সকল ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের উত্তরে মেঘনা নদীতে মতলব-মুন্সিগঞ্জ রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নৌমন্ত্রী বলেন, ইজারা প্রথা বাতিলের ফলে ফেরি ঘাটগুলোতে যাত্রী দুর্ভোগ কমবে। টোলের নামে অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হবে। সেই সঙ্গে এখন থেকে নৌ-দুর্ঘটনায় কারো প্রাণহানি হলে দেড় লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হবে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী।

এ সময় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য মৃণাল কান্তি, জেলা প্রশাসক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকরাম চৌধুরী/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।