শাহজালালে অনুমোদনহীন ১৩৬ কেজি বিদেশি ওষুধ জব্দ


প্রকাশিত: ১২:২৯ পিএম, ১১ জুন ২০১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৩৬ কেজি অনুমোদনহীন বিদেশি ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ১৯ মে কুরিয়ারে মাধ্যমে কানাডা থেকে আসা বিমানে এসব ওষুধ বিমানবন্দরে আসে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে ওষুধগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
 
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার (মিডিয়া) উম্মে নাহিদা আক্তার। তিনি জাগো নিউজকে জানান, ৪টি কার্টুনে ব্যথানাশক এসব ওষুধ টিএনটি এক্সপ্রেস নামের একটি ব্যবসায়িক সিন্ডিকেটের কাছে কুরিয়ারের মাধ্যমে গত ১৯ মে আসে। কাতার এয়ারলাইন্স এ করে কানাডা থেকে ওষুধ গুলো পাঠানো হয়।
 
তিনি জানান, ওষুধগুলো ক্রয়ের ক্ষেত্রে ওষুধ প্রশাসনের কোনো অনুমোদন ছিল না। জব্দকৃত ওষুধের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা বলেও জানান তিনি।

জেইউ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।