ঢাকায় বাঘ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাল


প্রকাশিত: ১০:২০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৪

ঢাকায় শুরু হচ্ছে বাঘ নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

লিখিত বক্তব্যে পরিবেশ ও বনসচিব নজিবুর রহমান বলেন, বাঘ সংরক্ষণ, বিশ্ব বাঘ উদ্ধার কর্মসূচি বাস্তবায়ন হালনাগাদ করাসহ কয়েকটি উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় গ্লোবাল টাইগার স্টকটেকিং শীর্ষক এই সম্মেলন হচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন বিভাগের উদ্যোগে এই সম্মেলনে ২০টি দেশের প্রায় ১৪০ জন প্রতিনিধি অংশ নেবেন।

নজিবুর রহমান বলেন, বাংলাদেশের সুন্দরবনে ২০০৪ সলে বাঘ-মার্ক পদ্ধতিতে (বাঘের পায়ের চিহ্ন গণনা ও বিশ্লেষণ) বাঘের সংখ্যা নিরূপণ করা হয়েছিল। এতে ৪৪০টি বাঘের কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞানীরা মনে করেন, সুন্দরবনে ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার জায়গায় বাঘের সংখ্যা দ্বিগুণ করা সুযোগ নেই। তাই ২০২২ সালের মধ্যে বাঘের বর্তমান সংখ্যা স্থিতিশীল রাখার পক্ষ তারা মত দেন। বিষয়টি বাংলাদেশের জাতীয় বাঘ উদ্ধার কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্মেলন শেষে একটি ঢাকা ঘোষণা দেয়া হবে বলে জানান পরিবেশ ও বনসচিব। ওই ঘোষণায় পরবর্তী করণীয় সম্পর্কে উল্লেখ থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।