লাতিন শ্রেষ্ঠত্বের লড়াই শুরু আজ


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১১ জুন ২০১৫

চিলিতে শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৪তম আসর। স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায়) শুরু হচ্ছে এ খেলা। এবারের কোপা আমেরিকায় ফেবারিট লিওনেল মেসি- তেভেজদের আর্জেন্টিনা। এ দলটির আক্রমণভাগ যেমন বিশ্ব সেরা তেমনি মিডফিল্ডও। ডিফেন্স লাইনে কিছুটা ফাঁক-ফোকর থাকলেও এরই মধ্যে সেখানে বাঁধ দিয়েছেন কোচ জেরার্ডো মার্টিনো। ফেবারিট নেইমার, অস্কার, আলভেসদের ব্রাজিলও।

তবে এবারের কোপা আমেরিকা অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন আঙ্গিকই পাচ্ছে। কেবল ব্রাজিল ও আর্জেন্টিনাই তারকা নিয়ে মাঠে নামছে না। আয়োজক চিলির যেমন আছেন আলেক্সিস সানচেজ, তেমনি প্যারাগুয়ের রয়েছে সান্তা ক্রুজ, কলম্বিয়ার ফ্যালকাও-রদ্রিগেজ আর উরুগুয়ের সুয়ারেজ-কাভানি। সবমিলে তারকার ছড়াছড়ি এবারের কোপা আমেরিকায়। যারা ইউরোপিয়ান ফুটবলে এরই মধ্যে যশ-খ্যাতিতে বর্তমান ফুটবলে সেরার তালিকায় স্থান করে নিয়েছেন। এই সেরাদের মধ্যে কে এবার এককভাবে সেরার স্থান দখল করবে, তা-ই দেখার বিষয়।

বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ারও ১৪ বছর আগে যাত্রা করেছিল কোপা আমেরিকা। জনপ্রিয়তায় এখনো ফুটবলপ্রেমীদের কাছে এ টুর্নামেন্টের কদর একটুও কমেনি। কমবে কীভাবে! এ অঞ্চলের ফুটবলীয় লড়াই মানেই বিশেষ কিছু।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।