শতকরা ৬০ জনের টুথব্রাশে মলের জীবাণু!


প্রকাশিত: ০২:৩৮ এএম, ১১ জুন ২০১৫

শতকরা ৬০ জন মানুষের টুথব্রাশেই মলের মতো জীবাণুর উপস্থিতি রয়েছে বলে দাবি করেছেন ক্যুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞ। সম্প্রতি এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ব্রাশ করার সময় মুখে জমে থাকা খাবারের কণা এবং মুখগহ্বরের মাইক্রোস্ক্র্যাপ জমা হয় ব্রাশের ব্রিসিলের গোড়ায়- যা জমে জমে বিষ্ঠারই অন্যরূপ হয়ে ওঠে। এর থেকে যে জীবাণু জন্ম নেয় তা মলে থাকে।

গবেষণায় আরো জানা গেছে, এ জীবাণু থেকে হেপাটাইটিসের মতো রোগও হতে পারে। অধ্যাপক লরেন অ্যালবার জানান, যারা ব্রাশে ক্যাপ ব্যবহার করেন তারা জানতেও পারছেন না এতে জীবাণুর স্বর্গরাজ্য তৈরি হয়। কারণ এতে দীর্ঘক্ষণ ব্রিসিল ভিজে থাকে।

তিনি পরামর্শ দিয়ে বলেন, মাসখানেক অন্তর ব্রাশ পাল্টে নেয়াই বুদ্ধিমানের কাজ। ব্রাশ করার পরে তা ভালো করে ধুয়ে নেয়াও খুব জরুরি। সপ্তাহে অন্তত একবার মাউথওয়াশ দিয়ে ব্রাশ ডুবিয়ে রাখুন। এতে নিচে জমে থাকা ময়লা অনেকটা পরিষ্কার হবে।

এসকেডি/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।