আনিসুল হকের শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। বর্তমানে তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন মেয়র আনিসুল হক এরই মধ্যে একবার জ্ঞান ফিরে পেয়ে চোখ খুলেছিলেন। তিনি এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আছেন। মেয়র আনিসুল হকের একান্ত সচিব মিজানুর রহমান জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসাধীন মেয়র আনিসুল হকের পুরোপুরি জ্ঞান ফিরতে এবং সুস্থ হয়ে উঠতে আরও বেশকিছু সময় লাগবে। ফলে তাকে এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে।

মেয়র আনিসুল হক ‘সেরিব্রাল ভাসকুলাইটিস’নামে মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৯ জুলাই শারীরিক চেকআপ ও পারিবারিক কাজে লন্ডনে যান তিনি। এরই মধ্যে হঠাৎ করে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি আছেন।

এএস/ওআর/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।