মোদি আগেই বলেছিলেন এ যাত্রায় তিস্তা চুক্তি হবে না : হানিফ


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১০ জুন ২০১৫
ফাইল ছবি

তিস্তা চুক্তি প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার আগেই বলেছিলেন এ যাত্রাই তিস্তা চুক্তি হবে না।

বুধবার বেলা ১২টায় কুষ্টিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে যোগ দেওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ভারত সফরে গিয়েছিলেন। তখন গঙ্গার পানি চুক্তির বিষয়ে আলোচনা করার কথা ছিল। কিন্তু তিনি গঙ্গার পানি চুক্তির বিষয়টি ভুলেই গিয়েছিলেন। সুতরাং সে দলের নেতারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে বির্তকিত করবে এটাই স্বাভাবিক।

হানিফ আরো বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির একান্ত আলাপ-চারিতা জাতি জানতে চাই। তাদের মধ্যেকার আলাপ-চারিতার বিষয়টি খালেদা জিয়াকে খোলাসা করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

আল-মামুন সাগর/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।