মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্ন এখনই নয় : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যুতে নিকটতম প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক এখনই ছিন্ন করবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মালদ্বীপ এরই মধ্যে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। বাংলাদেশ এ রকম কিছু করবে কী না জানতে চাইলে মন্ত্রী বলেন, মালদ্বীপ ও মিয়ানমারের মধ্যে ভৌগোলিকভাবে যথেষ্ট দূরত্ব আছে। কিন্তু আমরা নিকট প্রতিবেশী। তাই মালদ্বীপ যা পেরেছে বাংলাদেশের জন্য তা করা মুশকিল।

রোহিঙ্গাদের নির্যাতনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা মানবিক কারণে তাদের (রোহিঙ্গা) আশ্রয় দিচ্ছি। কিন্তু আমাদের সক্ষমতার একটা সীমারেখা আছে। এ লোড (বোঝা) বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়।

জাতিসংঘের হিসাবে এখন পর্যন্ত সোয়া এক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি বলে সীমান্তবাসীর ধারণা।

মিয়ানমারের আচরণ অমানবিক উল্লেখ মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করা গেলে সমস্যার সমাধান সহজ হবে।

এসআই/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।