মালিবাগে মানবপাচারের অভিযোগে আটক ১৬
রাজধানীর মালিবাগে মানবপাচারকারী চক্রের ১৬ জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট, কম্পিউটারসহ মানবপাচারের জন্য রক্ষিত নানাবিধ দলিলাদি জব্দ করে র্যাব-৩ এর সদস্যরা।
ঢাকার বিভিন্ন এলাকার ভুক্তভোগী মানুষের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে রামপুরা থানাধীন ৭০/বি, মালিবাগ চৌধুরী পাড়াস্থ একটি বাসায় ‘গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সী এ্যান্ড ট্র্যাভেলস’ এর অফিসে অভিযান চালিয়ে
তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আকতার হোসেন(৫৩), মোঃ আলী (৪৩), মোঃ মাহাবুবুর রহমান (৩৩), মোঃ ইসহাক খান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ কামাল হোসেন (৩২), আব্দুল্লাহ আল মাহমুদ (৩৩), কাদির খান (৪৩), আব্দুল মান্নান (৫৮), রাজু আহমেদ (৩২), শহিদুল ইসলাম (৩৫), মোঃ সোহেল (২৪), হাফিজুল ইসলাম (৩২), রাজিয়া সুলতানা, আয়নাল হক (৩২) ও নিয়ামত উল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অফিসার ইয়াসিন আরাফাত। তিনি জাগো নিউজকে বলেন, বেশ কিছু দালালচক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারী এবং পুরুষদেরকে বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছে।
অভিযোগ খতিয়ে দেখা যায় যে, পাচারকৃতদের অধিকাংশই বিদেশে গিয়ে শারীরিক নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছে। নারীরা শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নিপীড়নেরও শিকার হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৩ দালাল চক্রদের সম্পর্কে তথ্য সংগ্রহ শুরু করে।
তিনি আরও জানান, রাজধানীর রামপুরা থানাধীন ৭০/বি মালিবাগ চৌধুরী পাড়া, ২য় তলায় আংশিক বৈধতার আড়ালে গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সী এ্যান্ড ট্র্যাভেলস এর মাধ্যমে বিদেশে মানবপাচার করে আসছে।
অভিযোগের সত্যতার ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল মঙ্গলবার বিকেল ৫টার দিকে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ওই ১৬ জনকে আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সী এ্যান্ড ট্রাভেলস এর লাইসেন্স গত ৩১/১২/২০১৪ তারিখে মেয়াদ অতিবাহিত হয় যা নবায়ন করা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এআরএস