সংবাদকর্মীদের জন্য ১০ শতাংশ মূল্য ছাড়ে শাড়ি
আসন্ন ঈদ উপলক্ষে শুধুমাত্র সংবাদকর্মীদের জন্য অনলাইন শাড়ি মেলা www.facebook.com/onlinesareemela থেকে শাড়ি অর্ডার করলে ১০% বিশেষ মূল্য ছাড়। সেই সঙ্গে ফ্রি হোম অথবা অফিস ডেলিভারি। বাংলাদেশের ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ব্যবসা করে যারা স্বাবলম্বি হয়েছেন তাদের মধ্য অন্যতম ওয়াসিম ফারুক।
ধানমন্ডি হকার্স মার্কেটে শাড়ির শোরুম খুলে ব্যবসার পাশাপাশি বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুককে কাজে লাগিয়ে তিনি ইতোমধ্যে বাংলাদেশের অনলাইন মার্কেটে সুনাম কুরিয়েছেন।
শাড়ি মেলা সম্পর্ক ওয়াসিম ফারুক বলেন, বাংলাদেশে আমার ফেসবুক পেইজ-ই একমাত্র এবং সর্ববৃহৎ শাড়ির পেইজ। আমি আমার নিজের ফেসবুক পেইজের পাশাপাশি দেশের খ্যাতনামা বিভিন্ন ই-কমার্স সাইডে শাড়ীর ভেন্ডর/সাপ্লায়ার হিসেবে কাজ করে আসছি। আমি দীর্ঘদিন যাবৎ বেকার তরণ-তরুণী, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রী, এমন কি অনেক চাকরিজীবি তাদের কাজের পাশাপাশি আর্থিক স্বচ্ছলতার তথা কিছু বাড়তি আয়ের জন্য তাদের পণ্যের ক্যাটালগ দিয়ে বিনা পুঁজিতে ব্যবসার ব্যবস্থা করেছি।
আমার এই প্রচেষ্টায় আজ অনেকেই আর্থিকভাবে স্বচ্ছল। আমি দেশি ও ইন্ডিয়ান বিভিন্ন ডিজাইনের শাড়ি সরবরাহ করে থাকি। আমার পণ্যের গুণগত মান ও মূল্য আনুপাতিক ভাবে খুবই ভালো বলে আমি মনে করি। আমার পণ্যের ক্যাটালগ ও অনুসন্ধানের জন্য ভিজিট করুন www.facebook.com/onlinesareemela
অনলাইন শাড়ি মেলা শোরুম : সিল্ক সেন্টার শাড়ীজ, ৫৩,৫৫ ধানমন্ডি হকার্স মার্কেট, ৫, মিরপুর রোড, ঢাকা।
অফিস: ২৩৮ সুবাস্ত এ্যারোমা সেন্টার, এ্যলিফেন্ট রোড , ঢাকা, মোবা: ০১৭৮৫৭৯৬৬৬৭, ০১৫৩৪৬৭০৫৯৩
এমএএস/আরআই