বনানীতে অনুমোদনহীন ওষুধ জব্দ


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৯ জুন ২০১৫

রাজধানীর বনানী এলাকায় পিনাকল সোর্সিং লি. এ ৪০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও প্রতিষ্ঠানটি সিলগলা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির সিও দেবাশিষ ভট্টাচার্যকে (৪০) তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন আদালত।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে র‍্যাব-২ এর উপ-পরিচালক লে. কমান্ডার সাজ্জাদ রায়হানের নেতৃত্বে র‍্যাবের নির্বাহী ম্যাজেস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এ আদালত পরিচালনা করেন।

সাজ্জাদ রায়হান জাগো নিউজকে বলেন, প্রতিষ্ঠানটি ওষুধ প্রশাসন অধিদফতরের অনুমোদন ব্যতিরেকেই মানবদেহের বিভিন্ন জটিল রোগ যেমন আলসার, গ্যাস বহুমুত্র, যৌন দুর্বলতাসহ বিভিন্ন রোগের পথ্য হিসেবে অনুমোদনহীন ওষুধ সরবরাহ করে আসছিল।

এ সকল ওষুুধের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হলে প্রতিষ্ঠানের সিইও দেবাশিষ ভট্টাচার্য ভ্রাম্যমাণ আদালতকে জানান, ২০০৮ সালে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানের ওষুধ প্রশাসন অধিদফতরের কোনো লাইসেন্স নেই।

জেইউ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।