জাল সনদপত্রের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী গ্রেফতার


প্রকাশিত: ০৯:০৩ এএম, ০৯ জুন ২০১৫

জাল সনদপত্রের অভিযোগে দিল্লির আইনমন্ত্রী জিতেন্দ্র সিংহ তোমরকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে দিল্লি বার কাউন্সিলের অভিযোগের ভিত্তিতে  তাকে  গ্রেফতার করে হজ খাস থানায় নিয়ে যাওয়া হয়। এর আগে তার বিরুদ্ধে সোমবার রাতেই একটি এফআইআর দায়ের করে পুলিশ।

তবে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংহের অভিযোগ, বৈধ কোনো নোটিস ছাড়াই তোমরকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তিনি বলেন, ‘‘দিল্লি পুলিশ এবং নরেন্দ্র মোদীর সরকার কী করছে? দিল্লির আইনমন্ত্রীকে তারা এক জন সাধারণ দুষ্কৃতীর মতো গ্রেফতার করল! এটা চাপের রাজনীতি।’’

প্রশাসনিক পরিকাঠামো অনুযায়ী দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের আওতায়। এই ঘটনায় ফের দিল্লি ও কেন্দ্রীয় সরকারের বিরোধ প্রকাশ্যে এলো।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।