মোদির বক্তব্যের প্রতিবাদ জানালো পাকিস্তান পররাষ্ট্র দফতর (ভিডিও)


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ০৯ জুন ২০১৫

বাংলাদেশ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দফতর। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণকে আলাদা করতে পারবে না ভারত। কেননা  এ দু’দেশের মধ্যে ধর্মীয় বিশ্বাসে গভীর মিল রয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতর আরো জানায়, অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোকে ভারতীয় নেতৃবৃন্দ অনেক গর্বের বিষয় মনে করলেও  এতে বিশ্বব্যাপি ভারতীয় নেতৃত্বের নেতিবাচক দৃষ্টিভঙ্গিই প্রকাশ পাচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেন, পাকিস্তান সমানুপাতিক শর্তে ভারতের সঙ্গে শাস্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। দুর্ভাগ্যজনক হলো ভারত, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাইছে। কিস্তু তারা এ কাজে সফল হবে না।

উল্লেখ্য,বাংলাদেশ সফরে এসে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোদি তার বক্তব্যে ভারতে সন্ত্রাস ছড়ানোর দায়ে পাকিস্তানকে অভিযুক্ত করলে এই বিতর্কের সৃষ্টি হয়।



এসকেডি/এমএস/এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।