১১ মাসে ৬৭ শতাংশ এডিপি বাস্তবায়ন
চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৬৭ শতাংশ। যা গত অর্থ বছরের একই সময়ে ছিল ৬৬ শতাংশ। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি জানান, চলতি অর্থবছরের ১১ মাসে মোট ব্যয় হয়েছে ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ৩২ হাজার ৮৭২ কোটি ব্যয় হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে ১৭ হাজার ৫৯ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে দুই হাজার ৬৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে।
অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে মোট ব্যয় হয়েছিল ৪২ হাজার ১৬২ কোটি টাকা। টাকার হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে।
মন্ত্রী বলেন, আগামী অর্থবছর থেকে এডিপি বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে সর্বোচ্চ এডিপি বাস্তবায়ন হয়। নতুন বছরে এডিপির আকার ধরা হয়েছে ৯৭ হাজার কোটি টাকা।
এসএ/বিএ/এমএস/এসআরজে