ডিমলায় ঘূর্ণিঝড়ে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত


প্রকাশিত: ০৪:৫৩ এএম, ০৯ জুন ২০১৫

নীলফামারীর ডিমলায় কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পূর্ব ছাতনাই ইউনিয়নের মিয়াপাড়া গ্রাম। ঘূর্ণিঝড়ে ওই গ্রামের ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। এছাড়া কয়েক শতাধিক গাছপালা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাত্র ২ মিনিটের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে পূর্ব ছাতনাই ইউনিয়নের মিয়া গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এ গ্রামের আয়নাল হক জানায়, মাত্র ২ মিনিটের ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সীমান্ত শিশু নিকেতন (কেজি), ছাতনাই কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছাতনাই কলোনি উচ্চ বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। সীমান্ত শিশু নিকেতনের (কেজি) টিনশেডের ঘরটি লণ্ডভনণ্ড হয়ে গেছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান জাগো নিউজকে জানায়, ঘূর্ণিঝড়ে মিয়াপাড়া ও কলোনির হাটের ব্যাপক ক্ষতি হয়েছে। উক্ত গ্রামের ২ শতাধিক কাচা ঘরবাড়ি, ৩০টি দোকান ও ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাঘাটে গাছ ভেঙে পড়েছে। এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জাগো নিউজকে জানায়, ইউপি চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলা হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।