সম্পূরক বাজেটের উপর সংসদে আলোচনা শুরু


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০৮ জুন ২০১৫

আগামী ২০১৫-১৬ অর্থবছরের সম্পূরক বাজেটের উপর আলোচনা শুরু হয়েছে জাতীয় সংসদের বৈঠকে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় সংসদের বৈঠক শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। পরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৩০০ বিধিতে বিবৃতি দেন। এরপরই বাজেটের উপর আলোচনা শুরু হয়।

স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদের মাধ্যমে সর্ম্পরক বাজেটের উপর আলোচনা শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত  বক্তব্য রাখেন- তথ্য ও প্রযুুক্তি জুনায়েদ আহমেদ পলক, স্বতন্ত্র সদস্য রোস্তম আলী ফরাজী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে করের আওতা বাড়িয়ে বড় রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়ে দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেট প্রস্তাব দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সম্পূরক বাজেটের উপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে।

এইচএস/এসআই/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।