বেনাপোল দিয়ে ভারত গেল বিজিবি’র প্রতিনিধি দল


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৮ জুন ২০১৫

বর্ডার গার্ড বাংলাদেশ এর (বিজিবি) ১৯ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চার দিনের সফরে সোমবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন।  

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিজিবি‘র রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, রংপুরের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মাহাফুজুর রহমান, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, রংপুর সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল হালা হান মাং, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক, রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ফেরদুসুল সাহাবসহ বিজিবির ১১ জন স্টাফ অফিসার।

সকালে বিজিবির প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানায়।

পরে কঠোর নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে তাদের কলকাতা নিয়ে যান।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের মধ্যে সীমান্তরক্ষায় বিভিন্ন কৌশল নিয়ে পারস্পরিক আলোচনা হবে। এতে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সু-সম্পর্ক আরো জোরদার হবে।

তিনি আরো জানান, ১১ জুন সম্মেলন শেষে প্রতিনিধি দলটি বাংলাদেশে ফিরে আসবে।

জামাল হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।