ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র-জাপান


প্রকাশিত: ১০:৪২ এএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-জাপানের যৌথ বিনিয়োগে ব্যালিস্টিক মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র স্টান্ডার্ড মিসাইল-থ্রি (এসএম-থ্রি) ব্লক টু `র প্রথম পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র রিক লেহনার। রোববার দেশদুটির পক্ষ থেকে গণমাধ্যমকে এ কথা জানান লেহনার।

তিনি বলেন, শনিবার ক্যালিফোর্নিয়া উপকূলের মুগু সি রেঞ্জ পয়েন্ট থেকে ছোঁড়া ‘এসএম-থ্রি ব্লক টুএ’ ক্ষেপণাস্ত্রটি সফলভাবে একটি ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করেছে।

লেহনার জানান, এই ক্ষেপণাস্ত্র উন্নয়ন প্রকল্পে যুক্তরাষ্ট্র দুই বিলিয়ন ডলার ও জাপান এক বিলিয়ন ডলার ব্যয় করেছে। যুক্তরাষ্ট্রের রেথন্স কোম্পানি ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এটি লকহিড মার্টিন কর্পোরেশনের তৈরি এসএম-থ্রি ক্ষেপণাস্ত্রের সর্বাধুনিক সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র শত্রুর ছোঁড়া ব্যালিস্টিক মিসাইল মহাশূন্যে থাকাকালেই সেটিকে ধ্বংস করবে।
 
যুক্তরাষ্ট্র নৌবাহিনীর এজিস জাহাজ বহর, জাপানের কনগো জাহাজ বহর ও পোল্যান্ড এবং রোমানিয়ার স্থলভিত্তিক উপকূলীয় এজিস স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্রটি সংযোজনের আগে আরো তিন বছর পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানান যুক্তরাষ্ট্রের অপর এক প্রতিরক্ষা কর্মকর্তা।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।