রাজধানীতে আইএস জঙ্গি গ্রেফতার


প্রকাশিত: ০৮:০১ এএম, ০৮ জুন ২০১৫

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের (আইএস) এক সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই জঙ্গির নাম ফিদা মুনতাসির সাকের।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় জানান, জিজ্ঞাসাবাদে মুনতাসির জানিয়েছেন, তিনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সময়ে আইএস-এর বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তার নিজ বাসায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে কর্মী সংগ্রহ ও লোকদের আশ্রয় প্রদান করে ও প্রশিক্ষণ দিয়েছেন।
 
গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি পুরাতন কম্পিউটার সিপিইউ, তিনটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট, দুটি হার্ডডিস্ক, তিনটি মাউস, দুটি ল্যাপটপ চার্জার, একটি পাসপোর্ট, বিভিন্ন ধরনের ২১টি বই, তিনটি লিফলেট, একটি নোট বই, ফেসবুকের ফ্রেন্ড লিস্ট এর স্ক্রিন শট (এক থেকে ৮২ পাতা), ই-মেইল আইডিতে সংরক্ষিত জিহাদ এবং আইএস সম্পর্কিত বিভিন্ন পুস্তকের ফ্রন্ট পেজ-এর স্ক্রিন শট উদ্ধার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুনতাসির হিজবুত তাহরির, আনসারউল্লাহ বাংলাটিম ও জুনুদ আল তাওহীদ খিলাফাহ’র সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গণতান্ত্রিক সরকার ব্যবস্থাকে উৎখাতের মাধ্যমে আইএসকর্তৃক নির্দেশিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সে তার সহযোগীদের নিয়ে বিভিন্ন তথ্য প্রচার করে থাকে। এছাড়াও গোপনে অর্থ, অস্ত্র ও কর্মী সংগ্রহ করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলার অবনতি, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে হত্যা ইত্যাদির মাধ্যমে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছে বলে জানিয়েছেন কৃষ্ণ পদ রায়।
 
এআর/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।