নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ৩০ আগস্ট ২০১৭

নিখোঁজ শিল্পপতি অনিরুদ্ধ রায়কে উদ্ধার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ঐক্য পরিষদের নেতারা। ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘এক অস্থির সময়ের মধ্য দিয়ে এ দেশের ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনজীবন অতিবাহিত হচ্ছে। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি তাদের মধ্যে এক ধরনের শঙ্কা ও হতাশা তৈরি করেছে। এরই মধ্যে গত ২৭ আগস্ট বিকেল ৪টার কিছু পর গুলশান-১ নম্বর থেকে শিল্পপতি ও পাঁচবারের সিআইপি এবং বাংলাদেশের বেলারুশের অনারারি কনসাল অনিরুদ্ধ রায়কে একটি বিশেষ সংস্থার লোক হিসেবে পরিচয় দিয়ে মাইক্রোবাসে তুলে তিনজন অপহরণকারী অজ্ঞাতস্থানে নিয়ে গেছে।’

ঘটনার পরপর স্থানীয় গুলশান থানায় সাধারণ ডায়েরি করা হয় জানিয়ে রানা দাশগ্রপ্ত বলেন, ‘সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর আজও তার সন্ধান মেলেনি। এরই মধ্যে আমরা খবর পেয়েছি যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের পরিচয় দিয়ে কয়েকটি দল গত কয়েকদিনে অপহৃত অনিরুদ্ধ রায়ের পরিবারের লোকজনের সন্ধানে তার বাসভবনে গেছে। এতে পরিবার আতঙ্কগ্রস্ত।’

অনিরুদ্ধ রায়ের নিখোঁজ হওয়ার ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়কে বিশেষ করে ব্যবসায়ী মহলকে ভীত করে তুলেছে দাবি করে সাধারণ সম্পাদক বলেন, ‘একদিকে সাম্প্রদায়িক রাজনীতির প্রচার-প্রচারণা, অন্যদিকে সংখ্যালঘুদের জায়গা-জমি দখল, উপাসনালয়ে অব্যাহত হামলা এমনকি দেশত্যাগের মতো হুমকিজনিত পরিস্থিতির মধ্যে এমন অপহরণের ঘটনা সংখ্যালঘুদের নিদারুন উদ্বিগ্ন করে তুলেছে।’

তিনি বলেন, ‘ব্যবসায়ী অনিরুদ্ধ রায়কে উদ্ধারে এবং তার পরিবারের সার্বিক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সভাপতি হিউবার্ট গোমেজ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ও কাজল দেবনাথসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরএমএম/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।