বিশ্ব সমুদ্র দিবস আজ


প্রকাশিত: ০৬:২০ এএম, ০৮ জুন ২০১৫

বিশ্ব সমুদ্র দিবস আজ। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘সুস্থ সাগর, সুস্থ পৃথিবী।’ বাংলাদেশে ২০১৪ সাল থেকে দিবসটি কেন্দ্র করে নানা অংশগ্রহণমূলক উদ্যোগ নিয়ে আসছে সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি বিষয়ক উদ্যোগ ‘সেভ আওয়ার সি’।

দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার রাজধানীতে সেভ আওয়ার সি’র উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইসিইউএন), ম্যানগ্রোভস ফর দ্য ফিউচার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ইউএসএআইডি, ওয়ার্ল্ড ফিশ এবং রিভারাইন পিপলের যৌথ অংশগ্রহণে ঢাকায় দিনব্যাপি সিম্পোজিয়াম অনুষ্ঠিত হচ্ছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সকালে সিম্পোজিয়ামটি উদ্বোধন করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।