ঢাকায় ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:২১ এএম, ০৮ জুন ২০১৫

তিনটি ওয়ানডে ও ১টি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। সোমবার সকালে কলকাতা থেকে জেট এয়ারওয়েজ বিমানে  হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিরাট কোহলির নেতৃত্বাধীন দল।

বিমানবন্দর থেকে তাদের সরাসরি হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবেন তারা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন বিরাট কোহলিরা।
 
বিসিবি সূত্র জানায়, দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টেস্টটি খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
 
১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।