আজ আসছেন কোহলিরা


প্রকাশিত: ০২:৩৪ এএম, ০৮ জুন ২০১৫
ফাইল ছবি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার বাংলাদেশে অবস্থানের কারণে ঢাকার ভারতের হাইকমিশন ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় আসার সময় এক দিন পিছিয়ে দিতে অনুরোধ করেছিল বিসিসিআই ও বিসিবিকে। তাতে দুই বোর্ডই সাড়া দেওয়ায় বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের টেস্ট দলের আগমন এক দিন পিছিয়েও গেছে।

নতুন সূচি অনুযায়ী আজ সোমবার সকালে ঢাকায় আসছে ভারতীয় ক্রিকেট দল। সোমবার সকালেই ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে এসে নামার কথা রয়েছে তাদের।
 
বিমানবন্দরে অবতরণের পর তাদের সরাসরি হোটেল সোনারগাঁওয়ে নিয়ে যাওয়া হবে। বিশ্রাম নিয়ে দুপুর আড়াইটায় অনুশীলনে নামবেন তারা। মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ঘাম ঝরাবেন বিরাট কোহলিরা।
 
বিসিবি সূত্র জানায়, দু’দলের মধ্যকার তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর টেস্টটি খেলা হবে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।
 
১০ জুন প্রথম টেস্ট শুরু হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৪ জুন। প্রতিটি ম্যাচ দিবারাত্রির।  

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।