নভেম্বরে ছিটমহল চুক্তি বাস্তবায়ন না হলে আন্দোলন
আগামী নভেম্বরের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় অংশের সভাপতি দিপ্তীমান সেন গুপ্ত।
এ লক্ষ্যে উভয় দেশে জনমত সৃষ্টির কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, “আন্দোলন আরো গতিশীল করতে প্রয়োজনে মানবাধিকার সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হবে।”
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন দিপ্তীমান সেন গুপ্ত।
দিপ্তীমান সেন বলেন, “আগামী নভেম্বরে ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনে স্থল সীমান্ত চুক্তি উত্থাপনের কথা রয়েছে। এতে ভারতের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে।”
এ সময় কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মো. ইউনুছ আলী, সাংবাদিক শ্যামল ভৌমিক, আহসান হাবীব নীলু, ইউসুফ আলমগীর, তুহিন মন্ডল, বাদশাহ্ সৈকত, লাইলী বেগম, ফজলে এলাহী স্বপন ও খন্দকার একরামুল হক সম্রাট উপস্থিত ছিলেন।
পরে দিপ্তীমান সেন গুপ্ত বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলগুলোতে জনমত সৃষ্টির লক্ষ্যে দাসিয়ার ছড়ায় ছিট মহলবাসীদের এক প্রতিনিধি সভায় যোগ দেন।