শাহজাদপুর পৌর মেয়রকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০৭ জুন ২০১৫

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র নজরুল ইসলামের গ্রেফতারের দাবিতে শাহজাদপুর শহরে বিক্ষোভ মিছিল এবং থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে উপজেলা যুবলীগ।  রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে আল্টিমেটাম ঘোষণা করেছে যুবলীগের নেতাকর্মীরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন খুনের ঘটনায় গত শনিবার সিরাজগঞ্জ জেলগেট থেকে মনিরুল ইসলাম (২৮) কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শাহজাদপুর পৌরসভার মেয়রের ছেলে রাসেদকে (২৪) সিরাজগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। এ দুইজন গ্রেফতার হবার পর তাদের জবানবন্দী অনুযায়ী শাহজাদপুর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রাজীব শেখকে গত শনিবার সিরাজগঞ্জ ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।

পরে এ ঘটনার সাথে তার কোন রকম সম্পৃক্ততা না থাকায় রাতেই তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে রাজীবকে হয়রানিমূলকভাবে গ্রেফতারের প্রতিবাদে উপজেলা যুবলীগ শহরে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে দলীয় অফিসে বক্তব্য রাখেন সাবেক মেয়র হালিমুল হক মিরু, যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ লিয়াকত, রাজীব শেখ, সাবেক জিএস আরিফুল ইসলাম পলাশ।

সমাবেশ শেষে রাজীব শেখ বলেন, পৌর মেয়র নজরুল ইসলামের বিরুদ্ধে সিরাজগঞ্জের আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ ৯টি মামলা রয়েছে। অদৃশ্য কারণে পুলিশ তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতার করছে না। অথচ মেয়রের ছেলে কর্তৃক যুবলীগ নেতাকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

বাদল ভৌমিক/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।