মানবপাচার বন্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি যাচ্ছে মাঠে


প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৭ জুন ২০১৫

মানবপাচার ইস্যুতে মাঠ প্রশাসনকে সরাসরি নির্দেশনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার কক্সবাজার জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্স করে তিনি এ নির্দেশনা দেবেন বলে সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, ভিডিও কনফারেন্সে সম্প্রতি ব্যাপকভাবে সামনে আসা মানবপাচার বিষয়টি ওঠে আসবে স্বাভাবিকভাবেই। মাঠ পর্যায়ের সমস্যা জানতে ও সরাসরি সরকারের নির্দেশনা পৌঁছে দিতে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী।

একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, সমুদ্রপারের জেলা হিসেবে কক্সবাজার একটি গুরুত্বপূর্ণ জেলা। সম্প্রতি মানবপাচার বিষয়টি দেশে ও বিদেশে ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। দেশি ও বিদেশি গণমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে ওঠে এসেছে। আর মানবপাচারের অন্যতম রুট কক্সবাজার। তাই প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জন্য সোমবারের তালিকায় কক্সবাজারকে রাখা হয়েছে।

জানতে চাইলে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, কক্সবাজারের প্রসঙ্গ আসলেই মানবপাচার বিষয়টি সামনে আসে। তাছাড়া সম্প্রতি বিষয়টি ব্যাপকভাবে সামনে এসেছে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কক্সবাজারের মাঠ প্রশাসনের সঙ্গে কথা বলবেন। তাই স্বাভাবিকভাবেই মানবপাচারের বিষয়টি ওঠে আসবে তার নির্দেশনায়।

সূত্র বলছে, এদিন প্রধানন্ত্রী কুড়িগ্রামের জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গেও ভিডিও কনফারেন্স করবেন। এছাড়া স্ট্যান্ডবাই থাকবে, লক্ষীপুর, নোয়াখালি, লালমনিরহাট ও নীলফামারি জেলা উন্নয়ন সমন্বয় কমিটি।

জানা গেছে, সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে মানবপাচার বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে প্রধানমন্ত্রী মানবপাচারে সঙ্গে জড়িত এবং যারা বেআইনিভাবে যাচ্ছেন তাদেরও শাস্তির আওতায় আনার নির্দেশ দেন।

এসএ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।