প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় মামলা


প্রকাশিত: ১১:৪৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিচারকদের নিয়ে কটূক্তির অভিযোগে এক প্রবাসীর বিরুদ্ধে ঢাকার আদালতে একটি মামলা হয়েছে।

মোস্তাফিজুর রহমান সুজন নামে ঢাকার নিম্ন আদালতের একজন আইনজীবী বৃহস্পতিবার সাইবার অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করেন বলে বাদীর আইনজীবী কামরান খান জানিয়েছেন।   

বিচারক একে শামসুল আলম আগামী রোববার বাদীর জবানবন্দি গ্রহণের দিন রেখেছেন। মামলায় শিব্বির আহমেদ নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি সুইডেন প্রবাসী বলে আরজিতে বলা হয়েছে।

এতে বলা হয়, “গত ৮ সেপ্টেম্বর বাদি ‘নরডিক বার্তা’ নামের পত্রিকাটিতে দেখতে পান, তার নেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খবরে ‘মানসিক বিকারগ্রস্ত রোগী’; ‘একগুঁয়ে’ এবং বাংলাদেশের বিচারকরা হাসিনার কথা অক্ষরে অক্ষরে পালন করে বিচারিক ব্যবস্থা হত্যায় নিয়োজিত বলে উল্লেখ করা হয়েছে।”

এ ধরনের কটূক্তিপূর্ণ মন্তব্য করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করা হয়েছে বলে জানান বাদীর আইনজীবী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।